Tripura Cricket: মুড়া সিংয়ে নেতৃত্বে বুধবার থেকে রণজি মরশুম ত্রিপুরার।
টিএসএন ডেস্ক,১৪ অক্টোবর।। ছোট ভাই এবং বোনেরা যখন জাতীয় আসরে ক্রমাগত ব্যর্থতার মধ্য দিয়ে এগুচ্ছে তখন কি দাদারা পারবেন সাফল্য পেতে? প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই প্রশ্নের মধ্য দিয়েই আজ থেকে অভিযান শুরু করছেন মনি শংকর মুড়া সিং- রা। রঞ্জি ট্রফি ক্রিকেটে। সার্ভিসেস এর বিরুদ্ধে। দিল্লির পালামের এয়ার ফোর্স কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে চারদিনের ওই…

