Tripura Cricket: দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন রঞ্জি অধিনায়কের। শোকার্ত ক্রিকেট মহল।
টিএসএন ডেস্ক,১ নভেম্বর।। রাজ্যে ক্রিকেটে দুঃসংবাদ। অকালে ঝরে গেলেন এক প্রতিভা। রাজ্যের অন্যতম সেরা অলরাউন্ডার রাজেশ বনিক আর নেই। শুক্রবার এক যান দুর্ঘটনায় প্রাণ হারায় দেশের হয়ে খেলা ওই অলরাউন্ডারটি। খবরে জানা গেছে, শুক্রবার সকালে বনকুমারি বাড়ি থেকে বের হওয়ার সময় যান দুর্ঘটনার শিকার হয় রাজেশ। ত্রিপুরা জুনিয়র দলের নির্বাচককে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয়…

