Tripura Cricket: কর্ণাটককে হারিয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফির যাত্রা শেষ করলো ত্রিপুরা।
টিএসএন ডেস্ক,৮ ডিসেম্বর।। জয় দিয়ে আসর শেষ করলো ত্রিপুরা। রোমাঞ্চকর ম্যাচে ত্রিপুরা সুপার ওভারে পরাজিত করে কর্ণাটক কে। সৈয়দ মুস্তাক আলী টি -২০ ক্রিকেটে। আসরে ৭ ম্যাচ খেলে দুটি ম্যাচে জয় পেয়ে রাজ্যে ফিরছে ত্রিপুরা। রাজ্য দলের অধিনায়ক মনি শংকর মুড়া সিং এর ঝড়ো ব্যাটিং ত্রিপুরাকে দ্বিতীয় জয় এনে দিতে মুখ্য ভূমিকা নেয়। নরেন্দ্র মোদি…

