
Tripura Cricket: লিটল মাস্টার ক্রিকেট: ফাইনালে থমকে গেলো রাজ্যের খোদেরা।
টিএসএন ডেস্ক, ১মে।। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হলোও ত্রিপুরাকে। বুধবার আসরের ফাইনালে ব্যাটসম্যানদের ব্যর্থতায হারতে হয়েছে ত্রিপুরাকে। উদ্যোক্তা অসমের বিরুদ্ধে। প্রথমবর্ষ পূর্বোত্তর লিটল মাস্টার অনবর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতায়। গুয়াহাটির ফুলুংয়ের এ সি এ ক্রিকেট আকাদেমি মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বুধবার অসমের বিরুদ্ধে ত্রিপুরা পরাজিত হয় ৪৭ রানে। অসমের গড়া ১৮৬ রানের জবাবে ত্রিপুরা ১৩৯ রান করতে…