Tripura Cricket: কোচবিহার ট্রফি: দিল্লির কাছে ইনিংসে হার ত্রিপুরার ।
টিএসএন ডেস্ক,৩ ডিসেম্বর ।। আবারও ইনিংস সহ পর্যুদস্ত ত্রিপুরা। তৃতীয় ম্যাচের মাথায় দিল্লির কাছেও ইনিংস সহ ১৫৬ রানের বিশাল ব্যবধানে পর্যুদস্থ হয়েছে ত্রিপুরা। চার দিনের ম্যাচ তিন দিন পুরোপুরি গড়ায়নি। ইতোমধ্যে ইনিংস সহ ১৫৬ রানে ত্রিপুরাকে হারিয়ে দিল্লি জয়ে ফিরতে সক্ষম হয়েছে। প্রথম ম্যাচে বিহারকে আট উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে হরিয়ানার কাছে ৭৯…

