
Tripura Cricket: রাহুল দ্রাবিড়ের রাজ্যে প্রস্তুতি শুরু ত্রিপুরার ছেলেদের।
স্পোর্টস ডেস্ক,২ সেপ্টেম্বর।। নাব্যাঙ্গালুরুতে প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা। ওই রাজ্যে ৪ সেপ্টেম্বর থেকে আমন্ত্রণ মূলক ক্রিকেটে অংশ নেবে রাজ্য দল। ওই আসরের অংশ নিতেই সোমবার ব্যাঙ্গালুরু পৌঁছলেন ত্রিপুরা দলের ক্রিকেটাররা। মঙ্গলবার দুপুরে দক্ষিণের ওই রাজ্যের আলোর মাঠে অনুশীলন করেন বিক্রম কুমার দাস – রা। প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং…