
Tripura Cricket: বড়দোয়ালীর মেয়েদের কাছে পরাজয় ভবনসের।
টিএসএন ডেস্ক,১৯ জুন।। সহজ জয় দিয়ে আসর শুরু করলো বড়দোয়ালী স্কুল। ৯ উইকেটে পরাজিত করলো ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর বালিকাদের আন্ত: স্কুল ক্রিকেটে। বৃহস্পতিবার সকালে এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। বুধবার প্রায় সারাদিনই বৃষ্টি হওয়ার ফলে মাঠের আউটফিল্ড ভিজে গিয়েছিলো। ফলে ওভার কমিয়ে আনা হয় ৭ এ। এদিন সকালে…