
Tripura Cricket: মঙ্গলবার প্রথম ডিভিশনের সুপার ফোরে শতদলের মুখোমুখি ওপিসি।
টিএসএন ডেস্ক,২৮ এপ্রিল।। প্রথম ডিভিশনের সুপার ফোরের লড়াই শুরু মঙ্গলবার থেকে। দুদিন ব্যাপী ম্যাচের উদ্বোধনী খেলায় শতদল সংঘ মুখোমুখি হবে ও পি সি-র। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের খেতাব নির্ণায়ক ম্যাচে ও পি সি-কে বিধ্বস্ত করেছিলো শতদল সংঘ। এবার বদলা নেওয়ার পালা। তা মাথায় রেখেই মাঠে নামবে শুভম ঘোষ-রা।…