
Tripura Handball: হ্যান্ডবল ক্লাব মিট শুরু হচ্ছে ১০জুন থেকে।
টিএসএন ডেস্ক,১৮ মে।। ক্লাব মিট হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হবে ১০ জুন থেকে। চলবে ১৪ জুন পর্যন্ত। ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন এবং এগিয়ে চলো সংঘের যৌথ উদ্যোগে হবে ওই আসর। রবিবার রাজ্য সংস্থার কর্তাদের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আরও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের বৈঠকে। সিদ্ধান্ত হয়, সাব জুনিয়র বালক এবং বালিকাদের রাজ্য হ্যান্ডবল প্রতিযোগিতা…