
Tripura Chess: পাঁচ পয়েন্ট নিয়ে প্রাইজমানি রেটিং দাবায় শীর্ষে অগ্রজিৎ।
টিএসএন ডেস্ক,২৬ মে।। প্রাইজমানি রেটিং দাবা প্রতিযোগিতার শীর্ষে শান্তিরবাজারের অগ্রজিৎ পাল। পাঁচ রাউন্ড শেষে পুরো ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অগ্রজিৎ। সোমবার বিকেলে পঞ্চম রাউন্ডে অমন চাকমাকে পরাজিত করে শীর্ষস্থান দখল করে নেন মিঠুন এবং সুলেখা পালের একমাত্র ছেলে অগ্রজিৎ। দ্বিতীয় বোর্ডে শেখোয়াত হোসেন পরাজিত করে প্রসেনজিৎ নমঃশূদ্রকে। আসরে সারে চার পয়েন্টে দ্বিতীয় স্থানে…