
Tripura Chess: উড়িষ্যায় অনূর্ধ্ব-৭ দাবায় ত্রিপুরার ৫ খোদে।
টিএসএন ডেস্ক, ৩১মে।। আজ থেকে শুরু হতে চলেছে জাতীয় অনূর্ধ্ব ৭ দাবা প্রতিযোগিতা। চলবে ৫ জুন পর্যন্ত। উড়িষার খুরদারে অনুষ্ঠিত হবে আসর। তাতে ত্রিপুরা থেকে অংশ নিচ্ছে পাঁচজন দাবাড়ু। পাঁচ দাবাড়ুই ইতিমধ্যে উড়িষ্যায় পৌঁছে গেছে। ত্রিপুরার হয় খেলতে গেছে দেবরাজ ভট্টাচার্য, শ্রীবান্স প্রতাপ পাল, অয়নজিৎ নাগ, তৃষিকা কামারাপু এবং সমৃদ্ধি রায়। তৃষিকা ছাড়া বাকি চার…