
Tripura Chess: রেটেড দাবাড়ু’র তালিকায় নাম রাজ্যের কর্ণজিৎ’র।
টিএসএন ডেস্ক, ৪ আগস্ট।। মাত্র ১১ বছর বয়সেই রাজ্যের উদীয়মান দাবাড়ু কর্ণজিৎ শীল রেটেড দাবাড়ু তালিকায় নাম তুলে নিলো। শহর দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী স্বামী বিবেকানন্দ ক্লাবের বিবেকানন্দ চেস সেন্টারের প্রথম দাবাড়ু হিসেবে কর্ণজিৎ এই সাফল্য পেলো। মাত্র কয়েক মাস আগে এই দাবা সেন্টারটি চালু হয়। এতে প্রশিক্ষণ দিচ্ছেন গৌরব চক্রবর্তী। নিষ্ঠার সাথে কাজের সফলতা পেলেন গৌরব।…