
Tripura Boxing: অনূর্ধ্ব ১৫ জাতীয় আসরের জন্য ঘোষিত রাজ্য দল।
টিএসএন ডেস্ক, ২২ জুলাই।। জাতীয় অনূর্ধ্ব ১৫ বক্সিং প্রতিযোগিতার জন্য রাজ্য দল ঘোষিত। জাতীয় স্তরের প্রতিটি টুর্নামেন্টে অংশগ্রহণের চেষ্টা করছে ত্রিপুরা অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশন। বক্সিংয়ে রাজ্য দল গঠনের জন্য রবিবার সকালে এন এস আর সি সির বক্সিং হল-এ এক নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়। অনূর্ধ্ব ১৫ বছর বয়স ভিত্তিক জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডাতে ৬-১৩…