Tripura body building: ত্রিপুরা বডি বিল্ডিংয়ে সেরার সেরা বিশাল সিনহা।
টিএসএন ডেস্ক,৩ ডিসেম্বর।। ত্রিপুরা বডি বিল্ডার অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন আয়োজিত ৩য় ত্রিপুরা বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় আগরতলার রবীন্দ্র শতবর্ষিকী ভবন, হলনং–১এ প্রতিযোগিতায় জুনিয়র বডি বিল্ডিং, সিনিয়র বডি বিল্ডিং, মেন্স ফিজিক এবং ওমেনস মডেল ফিজিক বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরো প্রতিযোগিতা জুড়ে ছিল উচ্ছ্বাসময় পরিবেশ; দর্শকে ঠাসা হল, অংশগ্রহণকারীদের উৎসাহ, শৃঙ্খলা ও…

