
Asian Tennis: আজ এশিয়ান জুনিয়র টেনিস টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়াই।
টিএসএন ডেস্ক,১৬ এপ্রিল।। এশিয়ান টেনিস টুর্নামেন্ট এখন বেশ জমজমাট পর্যায়ে। বাছাই খেলোয়াড়রা সাফল্যের লক্ষ্যে অনেকটাই এগিয়ে রয়েছে। অষ্টম বাছাই আরব শুক্লার প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজয় দর্শকদের অনেকেই অবাক হয়েছেন। টেনিস তারকা এশিয়ান জুনিয়র আসরে অবাছাই হলেও রাবিব আলীর দুর্দান্ত উত্থান চমক তৈরি করেছে। এশিয়ান ১৪ এবং আন্ডার রেংকিং জুনিয়র টেনিস টুর্নামেন্ট ২০২৫ মূল পর্বে এখন বেশ…