Tripura Women Cricket: অস্মিতার নেতৃত্বে খেলবে ত্রিপুরার মেয়েরা।
টিএসএন ডেস্ক,৮ ডিসেম্বর।। ত্রিপুরাকে নেতৃত্ব দেবেন অস্মিতা দেবনাথ। ডেপুটি হিসেবে থাকবেন পারমিতা চক্রবর্তী। অনূর্ধ্ব ১৯ বালিকাদের এক দিবসীয় ক্রিকেটে। নাগপুরে অনুষ্ঠিত হবে এ বছর প্লেট গ্রুপের খেলা। তাতে ১৩ ডিসেম্বর মেঘালয়, ১৫ ডিসেম্বর মিজোরাম, ১৭ ডিসেম্বর সিকিম, ১৯ ডিসেম্বর মনিপুর এবং ২১ ডিসেম্বর ত্রিপুরা খেলবে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। উত্তরাখন্ডে আমন্ত্রণামূলক ক্রিকেট খেলে ত্রিপুরা দলের ক্রিকেটাররা…

