Tripura Cricket: চন্ডিগড়ের বিরুদ্ধে ত্রিপুরার বড় স্কোর।
টিএসএন ডেস্ক,৪ নভেম্বর।। সন্দীপন দাসের দুরন্ত ব্যাটিং। তাতেই বড় স্কোর গড়লো ত্রিপুরা। চন্ডিগড়ে অনুষ্ঠিত পঞ্চম বলরামজি দাস ট্যান্ডন মাল্টি ডে অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতায়। শেষ সময়ে দিল্লি আসরে অংশ না নেওয়ায় চন্ডিগড় ‘ বি ‘ দলের মুখোমুখি হয় ত্রিপুরা। এই রাজ্যের খান্ডেলা মোহালি ২ নং মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে…

