
Tripura Cricket: আগামী কাল রাজ্য সিনিয়র ক্রিকেটের ছয় ম্যাচ।
টিএসএন ডেস্ক,২৪ জুন।। রাজ্য সিনিয়র ক্রিকেটের ছয়টি ম্যাচ আজ। এর মধ্যে এলিট গ্রুপের হবে দুটি ম্যাচ। মেলাঘরের শহীদ কাজল ময়দানে কৈলাসহর মহকুমা খেলবে শান্তিরবাজার মহকুমার বিরুদ্ধে এবং টি আই টি মাঠে কমলপুর মহকুমা খেলবে তেলিয়ামুড়া মহকুমার বিরুদ্ধে। প্লেট গ্রুপে হবে চারটি ম্যাচ। তাতে জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামবে সাব্রুম এবং জিরানিয়া মহাকুমা। বিলোনিয়ার বাইখোড়া…