
Tripura Chess: আজ থেকে শুরু রাজ্য রেটিং দাবার আসর।
টিএসএন ডেস্ক, ২৪ মে।। রাজ্য সিনিয়র রেটিং দাবা প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন হবে শনিবারে। এন এস আর সি সির যোগা হলে বিকেল সাড়ে তিনটায় শুরু হবে আসরের প্রথম রাউন্ডের খেলা। এর আগে দুপুর আড়াইটায় শুরু হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, সংসদ রাজীব ভট্টাচার্য, দাবা ফেডারেশনের সভাপতি নীতিন নারং,…