
Tripura Sports: ” সাইকেল অন সানডে” – এবার আগরতলায়।
টিএসএন ডেস্ক, ১৮ মে।। স্বাস্থ্য ও পরিবেশবান্ধব জীবনযাত্রার বার্তা ছড়িয়ে দিতে আগরতলা রবিবার সকালেই চাকা ঘোরাতে শুরু করলো জাতীয় পর্যায়ের “সাইকেল অন সানডে” আন্দোলনের অংশ হিসেবে—যেটি শুরু হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্যের অনুপ্রেরণায়। এই উদ্যোগের মূল লক্ষ্য হল স্বল্প দূরত্বে সাইকেল ব্যবহারের অভ্যাস গড়ে তোলা, দূষণ হ্রাস, এবং নাগরিকদের মধ্যে সুস্থ জীবনধারার চেতনা গড়ে তোলা।কর্মসূচির…