Tripura Cricket: প্রথম ডিভিশন ক্রিকেট: সুপার ফোরে রানার্স শতদল সঙ্ঘ।
টিএসএন ডেস্ক,১০ মে।। পোলস্টারকে গুড়িয়ে দিয়ে দ্বিতীয় স্থান দখল করলো শতদল সংঘ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন লিগ ক্রিকেটের সুপার ফোরে। প্রথম দুই ম্যাচে প্রথম ইনিংসে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে ছিল শতদল সংঘ। কিন্তু নিজেদের শেষ ম্যাচে খোলস ছেড়ে বেরিয়ে আসেন দেবরাজ দে – রা। পরাজিত করে পোলস্টার ক্লাবকে। জয়ের ফলে ম্যাচ থেকে পুরো…

