
Tripura Football: বি সি রায় ট্রফিতে আন্দামানকে গোলের মালা ত্রিপুরার।
টিএসএন ডেস্ক, ৩০ জুলাই।। বড় ব্যবধানে জয় দিয়ে আসর শেষ করলো ত্রিপুরা। মধ্যপ্রদেশে অনুষ্ঠিত ড: বি সি রায় ট্রফি ফুটবল প্রতিযোগিতায়। ওই রাজ্যের পুলিশ মাঠে বুধবার ‘ এ ‘ গ্রুপের শেষ ম্যাচে ত্রিপুরা মুখোমুখি হয়েছিল আন্দামান ও নিকোবরের। মুষলধারে বৃষ্টির জন্য মাঠের অবস্থা ছিল জঘন্য। কর্দমাক্ত মাঠে ঠিকভাবে খেলতেই পারছিল না দু দলের ফুটবলাররা। তারপরও…