
Indian Cricket: প্রস্তুতি ক্যাম্পে আগুন ঝরছে বৈভবের ব্যাট থেকে। দুশ্চিন্তায় ব্রিটিশ বোলাররা!
টিএনএস ডেস্ক,৮ জুন।। আইপিএল এখন অতীত। কিন্তু আইপিএল- র মতোই কথা বলছে তাঁর ব্যাট। চার, ছক্কার আগুন ধরেছে ব্যাটে।সামনেই ইংল্যান্ড সফর। তার আগে প্রস্তুতি ক্যাম্পে বোলারদের বলের সুতো খুলে নিচ্ছেন তিনি। কে সে? তা কি আর বলার অপেক্ষা রাখে। এই ব্যাটার হলেন ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বিহারের বৈভব সূর্য বংশী। ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় অনূর্ধ্ব…