
Indian Cricket: ইংল্যান্ড সফরে ভারতীয় দলের নেতৃত্বে শুভমান, বাদ কোহলি – শামি।
টিএসএন ডেস্ক,১১ মে।। সদ্য টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসরের কথা জনিয়ে দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এবার বিরাট কোহলিকেও আসন্ন ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে দলের বাইরে রেখেছে বিসিসিআই। আইপিএলে খারাপ পারফরমেন্সের জন্য ইংল্যান্ড সিরিজে দলের জায়গা হয়নি সীমার মোঃ শামির। জসপ্রীত বুমরাহ নেতৃত্ব দেবেন ভারতীর বোলিং লাইনকে। আগামী ২০ জুন থেকে ভারতীয় দলের ইংল্যান্ড সফর…