FIFA World Cup Football:হালান্ডের জোড়া গোলে স্বপ্ন পূরণ নরওয়ের। ষষ্ঠবার বিশ্বকাপ খেলবে সিআর সেভেন।
টিএসএন ডেস্ক, ২০ নভেম্বর। বিশ্ব ফুটবলের মঞ্চে আবার একবার ইতিহাস গড়লেন দুই মহাতারকা, আর্লিং হালান্ড ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একদিকে নরওয়ের হয়ে হালান্ডের দুরন্ত জোড়া গোলে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি, অন্যদিকে রোনাল্ডো ছয় নম্বর বিশ্বকাপে খেলার নজির গড়তে চলেছেন, পর্তুগালের সহজ জয়ে নিশ্চিত হল তাঁদের টিকিট। ইতালির সান সিরোতে ইতিহাস…

