টিএসএন ডেস্ক, আগরতলা।।ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সদস্য কিরীটি দত্ত পিতৃহারা হলেন। মঙ্গলবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিরীটি’র বাবা প্রবোধ রঞ্জন দত্ত। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ২ এপ্রিল অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার ভোররাত ৩টা ২২ মিনিটে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত দত্ত ত্রিপুরা মেট্রিক্স চেস একাডেমির সভাপতি এবং বিশিষ্ট দাবা সংগঠক ছিলেন। মঙ্গলবার সকালেই বটতলা মহাশ্মশানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যা সহ আত্মীয় পরিজন ও অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন। তাঁর বড় ছেলে কিরীটি দত্ত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও ছোট ছেলে প্রসেনজিৎ দত্ত ফিডে মাস্টার আন্তর্জাতিক দাবাড়ু এবং ভারতীয় দাবা দলের কোচ। প্রয়াত প্রবোধ রঞ্জন দত্ত-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। ক্লাবের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। বটতলা মহাশ্মশানে শেষ শ্রদ্ধা জানাতে টিএসজেসি’র পক্ষ থেকে সভাপতি সরযূ চক্রবর্তী ও সচিব অনির্বাণ দেব উপস্থিত ছিলেন। বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান টিএসজেসি’র প্রতিষ্ঠাতা সদস্য তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। রাজ্যে দাবার প্রসারে প্রয়াত প্রবোধ রঞ্জন দত্তের বিশাল অবদান রয়েছে। দাবা পরিবার হিসেবে তিনি ও তার ছেলেরা নিবেদিত রয়েছেন। এদিকে, আগরতলা প্রেসক্লাব এবং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকেও পৃথক পৃথক বিবৃতিতে কিরীটির পিতৃবিয়োগে গভীর শোক জ্ঞাপনের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকেও শোক জানানো হয়। এদিন সকালে কৃষ্ণনগর বাড়িতে এসে শেষ শ্রদ্ধা জানান সংস্থার সভাপতি অভিজিৎ মৌলিক, মিঠু দেবনাথ, পান্না আহমেদ, প্রশান্ত কুন্ডু এবং পশ্চিম জেলার সচিব প্রবীর রায়।
ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সদস্য কিরীটি দত্ত পিতৃহারা হলেন। মঙ্গলবার ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিরীটি’র বাবা প্রবোধ রঞ্জন দত্ত। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘ দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ২ এপ্রিল অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার ভোররাত ৩টা ২২ মিনিটে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত দত্ত ত্রিপুরা মেট্রিক্স চেস একাডেমির সভাপতি এবং বিশিষ্ট দাবা সংগঠক ছিলেন। মঙ্গলবার সকালেই বটতলা মহাশ্মশানে তাঁর শেষ কৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যা সহ আত্মীয় পরিজন ও অসংখ্য গুণমুগ্ধ রেখে গেছেন। তাঁর বড় ছেলে কিরীটি দত্ত বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও ছোট ছেলে প্রসেনজিৎ দত্ত ফিডে মাস্টার আন্তর্জাতিক দাবাড়ু এবং ভারতীয় দাবা দলের কোচ। প্রয়াত প্রবোধ রঞ্জন দত্ত-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। ক্লাবের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। বটতলা মহাশ্মশানে শেষ শ্রদ্ধা জানাতে টিএসজেসি’র পক্ষ থেকে সভাপতি সরযূ চক্রবর্তী ও সচিব অনির্বাণ দেব উপস্থিত ছিলেন। বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান টিএসজেসি’র প্রতিষ্ঠাতা সদস্য তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। রাজ্যে দাবার প্রসারে প্রয়াত প্রবোধ রঞ্জন দত্তের বিশাল অবদান রয়েছে। দাবা পরিবার হিসেবে তিনি ও তার ছেলেরা নিবেদিত রয়েছেন। এদিকে, আগরতলা প্রেসক্লাব এবং জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকেও পৃথক পৃথক বিবৃতিতে কিরীটির পিতৃবিয়োগে গভীর শোক জ্ঞাপনের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। রাজ্য দাবা সংস্থার পক্ষ থেকেও শোক জানানো হয়। এদিন সকালে কৃষ্ণনগর বাড়িতে এসে শেষ শ্রদ্ধা জানান সংস্থার সভাপতি অভিজিৎ মৌলিক, মিঠু দেবনাথ, পান্না আহমেদ, প্রশান্ত কুন্ডু এবং পশ্চিম জেলার সচিব প্রবীর রায়।