Tripura Cricket: বিলোনিয়ার বিরুদ্ধে সোনামুড়ার অপ্রত্যাশিত পরাজয়।

টিএসএন ডেস্ক, ২৯ জুন।।

চাপে পড়ে গেলো সোনামুড়া মহকুমা। বিলোনিয়া মহকুমার বিরুদ্ধে পরাজিত হয়ে। আপাতত তিন ম্যাচ খেলে একটিতে জয় পেয়ে ‘‌এ’‌ গ্রুপে রয়েছে তৃতীয় স্থানে। অপরদিকে সমসংখক ম্যাচ খেলে বিলোনিয়া মহাকুমাও জয় পেয়েছে একটি ম্যাচে। দু-‌দলেরই গ্রুপ থেকে বেরোনোর সম্ভাবনা ক্ষীণ বলা চলে। গ্রুপে তিন ম্যাচ খেলে শীর্ষে রয়েছে জিরানিয়া এবং সাব্রুম মহকুমা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। শনিবার জামজুরি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বিলোনিয়া মহকুমা ৩০ রানে পরাজিত করে সোনামুড়া মহকুমাকে। পরাজিত হওয়ায় বিফলে গেলো রাইহান আহমেদ আরমানের দুরন্ত অর্ধশতরান এবং আকাশদীপ দাসের বিধ্বংসী বোলিং। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথম ব্যাট করতে নেমে বিলোনিয়া মহকুমা ১৯৫ রান করে। দলের পক্ষে প্রীতম দাস ৪৭ বল খেলে পাঁচটি বাউন্ডার ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০, তন্ময় দাস ২২ বল খেলে চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১, ভুবনেশ্বর সাহানি ৫২ বল খেলে তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮, প্রাঞ্জল দেব ১৫ বল খেলে দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২১, উদয় মিত্র ২৪ বল খেলে ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং তপন ঘোষ ৩৩ বল খেলে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। সোনামুড়া মহকুমার পক্ষে আকাশ দ্বীপ দাস ৫৫ রানে পাঁচটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে সোনামুড়া মহকুমা ১৬০ রান করতে সক্ষম হয়। মূলত দলের প্রথম সারির ব্যাটসম্যানদের পাশাপাশি মারকুটে ব্যাটসম্যান উদিয়ান বসুর ব্যর্থতায় হারতে হয়েছে দলকে। দলের পক্ষে রাইহান আহমেদ আরমান ৪১ বল খেলে তিনটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩, রাজীব সাহা ২৫ বল খেলে পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩, অরিন্দম বর্মন ১৬ বল খেলে দুটি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং অমরেশ দাস ২৩ বল খেলে ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১২ রান। বিলোনিয়া মহকুমার পক্ষে উদয় মিত্র ৫৯ রানের চারটি এবং আকাশ দাস ১৭ রানের তিনটি উইকেট দখল করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *