টিএসএন ডেস্ক,২০ আগস্ট।।
জয় দিয়ে আসর শুরু করলো ত্রিপুরা স্পোর্টস স্কুল। নিজেদের প্রথম ম্যাচে বিধ্বস্ত করলো আর্মি দলকে। দিল্লিতে অনুষ্ঠিত ৬৮ তম সুব্রত মুখার্জি কাপ অনূর্ধ্ব ১৭ বালিকাদের ফুটবল প্রতিযোগিতায়। বুধবার দেশের রাজধানীর তেজশ পার্কে ‘এই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে কল্পনা দেববর্মার মেয়েরা। এদিন যদি স্পোর্টস স্কুল কমকরে হাফ ডজন গোলে জয় পেতো তাহলে অবাক হওয়ার কিছু ছিলো না। শেষ পর্যন্ত ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করে ৪-০ গোলে। এদিন শুরু থেকেই মারিনা ডার্লংদের গতির সামনেই পিছিয়ে পড়ে আর্মি দলের ফুটবলাররা। ম্যাচের শুরু থেকেই মাঝমাঠ নিজেদের দখলে নিয়ে নেয় স্পোর্টস স্কুলের ফুটবলাররা। তবে এদিন ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় কল্পনা দেববর্মার ‘তুরুপের তাস’ বিনতা সিনহা পায়ে মারাত্তক চোট পেয়ে মাঠ ছাড়ে। তা চিন্তায় রেখেছে স্পোর্টস স্কুলকে। ম্যাচে স্পোর্টস স্কুলের পক্ষে রিয়া জমাতিয়া দুটি, মারিনা জমাতিয়া এবং থুপলি ডার্লং একটি গোল করে। প্রথমার্ধে স্পোর্টস স্কুল এগিয়ে ছিলো ১-০ গোলে। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বিহারের বিরুদ্ধে খেলবে স্পোর্টস স্কুল। সুব্রত পার্ক মাঠে সকাল সাড়ে ১০ টায শুরু হবে ম্যাচটি। জয় পেয়ে খুশি স্পোর্টস স্কুলের কোচ থেকে ফুটবলাররা। দিল্লি থেকে টেলিফোনে দলের অপর কোচ শুভেনজিৎ সিনহা বলেন, প্রথম ম্যাচ বলেই কিছুটা সমস্যা হয়েছে। নতুবা আরও বড় ব্যবধানে জয় পেতে পারতাম আমরা। তবে পরের ম্যাচে মেয়েরা আরও ভালো খেলবে।

