টিএসএন ডেস্ক,২৮ অগাষ্ট।।
জয় দিয়ে লীগ অভিযান শেষ করেছে রামকৃষ্ণ ক্লাব। শেষ দিকে লাগাতর জয়। এমনকি জয়ের হ্যাটট্রিক করেছে রামকৃষ্ণ ক্লাব। লীগের অন্তিম পর্যায়ে বেশ সাফল্য পেলেও জয়ের বিষয়টা অনেকটা দেরী হয়ে গেছে। প্রারম্ভিক পর্যায়ে পরপর চারটা ম্যাচে পরাজয় রামকৃষ্ণ ক্লাবকে অনেকটা পিছিয়ে দিয়েছিল। আজ, বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে রামকৃষ্ণ ক্লাব ৩-২ গোলের ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করেছে। যদিও নিয়ম রক্ষার ম্যাচ ছিল। জয় দিয়ে লীগ অভিযান সম্পন্ন করায় শিবিরে কিছুটা খুশির বাতাবরণ তৈরি হলেও এবারের মত সুপার ফোরে খেলা অধরা থাকায় আগামী দিনে আরও ভালো খেলার অঙ্গীকার করে নিয়েছে। পক্ষান্তরে, প্রতিপক্ষ ফ্রেন্ডস ইউনিয়নের জন্য আজকের ম্যাচে জয়ের যথেষ্ট আবশ্যকতা ছিল। কিন্তু পরাজয়ের নাগপাশ থেকে তারা যেন কিছুতেই বেরিয়ে আসতে পারছিল না। ৩১ আগস্ট টাউন ক্লাবের বিরুদ্ধে পরবর্তী ম্যাচটি তাদের কাছে এখন “ডু অর ডাই” ম্যাচ হিসেবে খেলতে হবে। আজ সন্ধ্যায় উনাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন ফুটবলের ৪০ তম লীগ ম্যাচে প্রথমার্ধের হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দুই-দুই বলে অমীমাংসিত অবস্থায় ছিল। এমনকি খেলার ১৪ ও ২৫ মিনিটের মাথায় হাইওঙ জমাতিয়া পর পর দুটো গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেয়। ফ্রেন্ডস ইউনিয়নের পক্ষে এতটাই দুর্ভাগ্য, দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পরাজয়ের বেড়াজাল থেকে নিজেদের বের করতে পারেনি। ২৮ মিনিটের মাথায় তেজুমার মেহতাব এবং ৩২ মিনিটের মাথায় ওলেন সিং পরপর দুটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলের লক্ষ্যে দু’দলের ফুটবলাররা যথেষ্ট প্রয়াস নিলেও শেষ পর্যন্ত একেবারে অন্তিম পর্যায়ে খেলার ইনজুরি টাইমে সুযোগ সন্ধানী স্ট্রাইকার ওলেন সিং আরও একটি গোল করলে রামকৃষ্ণ ক্লাবের পক্ষে সেটি জয় সূচক গোল হয়। উল্লেখ্য, খেলায় অসদাচরনের দায়ে রেফারি রক্তিম সাহা দুইদলের দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। দিনের খেলা: ব্লাড মাউথ ক্লাব বনাম জুয়েলস এসোসিয়েশন সন্ধ্যা ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে।
Tripura Football: জয় দিয়ে লিগ শেষ করলো রামকৃষ্ণ।
