National School Chess: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুরু  জাতীয় স্কুল দাবার আসর।

Screenshot 2025 11 25 22 53 18 09 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12 1

টিএসএন ডেস্ক,২৬ নভেম্বর।।
              উদ্বোধন গুরুবারে। এন এস আর সি সি – র জিমনাসিয়াম হলে হবে আসরের উদ্বোধনী অনুষ্ঠান। অনূর্ধ্ব ১৭ জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতার। চারদিনব্যাপী আসরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। এছাড়া উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তা এল ডারলং। ইতিমধ্যে আসরে অংশ নেওয়া সবকটি দল শহরে চলে এসেছে। প্রথম বর্ষ ত্রিপুরায় অনুষ্ঠিত আসরে অংশ নিচ্ছে অন্ধপ্রদেশ, আসাম, বিহার, সি বি এস ই, চন্ডিগড়, ছত্তিশগড়, কাউন্সিল ফর দা ইন্ডিয়া স্কুল সার্টিফিকেট, দাদরা অ্যান্ড নগর হাভেলি, দিল্লি, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ইন্টারন্যাশনাল বোর্ড স্কুল স্পোর্টস, আই পি এস সি, জম্মু এন্ড কাশ্মীর, ঝাড়খন্ড, কর্ণাটক, কেন্দ্রীয় বিদ্যালয়, কেরালা, মধ্যপ্রদেশ, নবোদয় বিদ্যালয়, উড়িষ্যা, পুদুচেরি, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়, ত্রিপুরা, উত্তর প্রদেশ, বিদ্যা ভারতী এবং পশ্চিম বাংলা। আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নিয়েছে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড। সাজিয়ে তোলা হয়েছে এনএসআরসিসি-কে। রাজ্যে অনুষ্ঠিত আসরে ত্রিপুরা যাতে ভালো ফলাফল করতে পারে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ত্রিপুরা স্বপ্ন দেখছে আরশিয়া দাসকে নিয়ে। এদিন অগ্রিম শুভেচ্ছা জানানো হয়েছে ত্রিপুরার দাবারুদের। উপস্থিত ছিলেন রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের সম্পাদক পাইমং মগ এবং যুগ্ম সচিব অপু রায়। যতটুকু খবর, এদিন সকালে বিভিন্ন রাজ্যের দাবারুদের হবে ডাক্তারি পরীক্ষা। বিকেলে উদ্বোধনের পর শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। খেলা হবে আরসিসির ভারোত্তোলন এবং যোগা হল ঘরে। আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, সদ্য ভারত সেরা হওয়া আরশিয়া দাসকে কেনও সংবর্ধনা দেওয়া হবে না ওই আসরে। জানা গেছে, ওই আসরে খেলবে আরশিয়া। তাই সংবর্ধনা দেওয়া হচ্ছে না। তবে হল ঘরের বাইরে, আরশিয়া, আরাধ্যার পাশাপাশি ফিডে মাস্টার প্রসেনজিৎ দত্ত এবং সাইনি দাসের ছবি লাগানো হবে।


One thought on “National School Chess: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুরু  জাতীয় স্কুল দাবার আসর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *