টিএসএন ডেস্ক, ১৩ আগস্ট।।
উত্তেজনার পারদ চড়তে চলেছে রাজ্যে। ফুটবল প্রেমীদের মধ্যে। এক সময় দেশের ফুটবল ইতিহাসে যারা নয়নের মনি ছিলেন তাদের খেলা ঘরের মাঠে বসে দেখার সুযোগ পাবেন রাজ্যের ফুটবলপ্রেমীরা। এক সময় টিভির পর্দায় দেশে তারকা ফুটবলারদের খেলা দেখতেন রাজ্যের ফুটবলপ্রেমীরা। বয়স তাদের থেকে অনেক কিছু কেড়ে নিলেও নিতে পারেনি এখনও শিল্পের সেই ছোঁয়া, তা প্রমাণ করতেই আগামী রবিবার আগরতলার মাটিতে প্রথমবার খেলতে নামছে দেশের দুই সেরা দলের প্রাক্তন ফুটবলাররা। উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায়। ওই ম্যাচে দেশের দুই সেরা দল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের লিজেন্ড ফুটবলাররা খেলবেন। ওই প্রদর্শনী ম্যাচে অংশ নিতে ১৬ আগস্ট সন্ধ্যার বিমানে রাজ্যে আসছেন দু দলের প্রাক্তন তারকা ফুটবলাররা। যতটুকু খবর ওই প্রদর্শনী ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নিয়েছে রাজ্য ফুটবল সংস্থা। ফুটবল প্রেমীদের জন্য ৫০, ১০০ এবং ৫০০ টাকার টিকিট ধার্য করা হয়েছে। ইতিমধ্যে ঐ ম্যাচের জন্য ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ক্লাব তাদের দল ঘোষণা করে দিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলতে আসবেন শুভাশিস চৌধুরী, সূর্য বিকাশ, সফর সরদার, সৌমিক দে, সুভাষ চক্রবর্তী, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, ষষ্ঠী দুলে, অমিত দাস, মোহাম্মদ রফিক, অলভিটো ডি ‘ চুনা, মাধব দাস এবং সুলে মোসান। কোচ মনোরঞ্জন ভট্টাচার্য। এদিকে মোহনবাগান ক্লাবের হয়ে খেলতে আসবেন সংগ্রাম মুখার্জি, কিংশুক দেবনাথ, দীপক মন্ডল, স্নেহাশীষ চক্রবর্তী, বিশ্বজিৎ সাহা, ডেনসন দেবদাস, জয়ন্ত সেন, সৈয়দ রহিম নবী, দুলাল বিশ্বাস, অসীম বিশ্বাস, হাবিবুর রহমান, লালন পুইয়া পাচুয়াউ এবং আব্দুল সাদিক। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার, প্রদর্শনী ম্যাচটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা চেয়েছেন। ওই ম্যাচ থেকেই রাজ্য ফুটবলের নতুন জোয়ার ওঠার সম্ভাবনা রয়েছে মনে করছেন তিনি।
Mohun Bagan- East Bengal Match: মোহন বাগান – ইস্টবেঙ্গল ম্যাচ কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে টিএফএ’র।

