টিএসএন ডেস্ক,২৬ অগাষ্ট।।
জয় দিয়ে লীগ অভিযান শেষ করেছে লাল বাহাদুর ব্যায়ামাগার। প্রথম ডিভিশন লিগ ফুটবলে নিজেদের শেষ ম্যাচে লাল বাহাদুর ব্যায়ামাগার ছয়-দুই গোলের বড় ব্যবধানে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করেছে। এই জয়ের সুবাদে পুরো ৩ পয়েন্ট অর্জন করে লাল বাহাদুর ব্যায়ামাগার পয়েন্ট তালিকায় ৭ নম্বর স্থানে উঠে এসেছে। এবারের মত সুপার ফোরে খেলার সুযোগ হচ্ছে না, তবে গড় সাফল্যে লাল বাহাদুর ব্যায়ামাগারের কর্তৃপক্ষ আগামী দিনে দল গঠনে অবশ্যই বিশেষ নজর দেবেন বলে ফুটবল প্রেমীদের অনুমান। উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের একমাত্র খেলা অর্থাৎ টিএফএ-র শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন লীগ ফুটবলের ৩৭ তম ম্যাচের প্রথমার্ধে লাল বাহাদুর ব্যায়ামাগার ৩-১ গোলে এগিয়ে ছিল। গোলের শুরু ১০ মিনিটের মাথায় ওলেন সিংয়ের দৌলতে। তিন মিনিট বাদে ফ্রেন্ডস ইউনিয়নের জেম জমাতিয়া গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। তবে কুড়ি মিনিট বাদে কবীর লামা আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে ২-১ করে নেয়। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে কবীর আরও একটি গোল করলে প্রথমার্ধের ব্যবধান ৩-১ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক খেলে ফ্রেন্ডস ইউনিয়নের খেলোয়াররা কিন্তু সাফল্য অর্জন করে নেয়। ৪৯ মিনিটের মাথায় দেবরাজ জমাতিয়ার গোলে ব্যবধান দুই- তিনে কমে আসলেও এক মিনিট বাদে লাল বাহাদুর ব্যায়ামাগারের টিংকু সেরমা পুনরায় একটি গোল করে ব্যবধান ৪-২ করে নেয়। পরবর্তী সময়ে ফ্রেন্ডস ইউনিয়ন আর তেমন কোনও আক্রমণ রচনা করতে পারেনি। উপড়ন্তু ৭৪ ও ৮৬ মিনিটের মাথায় লাকি সিং ও রিচার্ড ভাল্লাল থোয়ামা পরপর দুটি গোল করলে চূড়ান্ত ব্যবধান ৬-২ হয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ। উল্লেখ্য, বিজিত ফ্রেন্ডস ইউনিয়ন এ পর্যন্ত সাতটি ম্যাচ খেলে কোন ম্যাচেই জয়ের স্বাদ পায়নি। এমন কি প্রতিপক্ষকে রুখে ম্যাচ ড্র করে এক পয়েন্ট পাওয়ারও সুযোগ হয়নি।
Tripura Football: জয় দিয়ে লিগ শেষ করলো লালবাহাদুর ।

