Khelo Kadamtala : খেলো কদমতলা ফুটবল: সাতসঙ্গমের গলায় গোলের মালা ।

IMG 20250701 220624 2

টিএসএন ডেস্ক,২৮ অগাষ্ট।।
        “খেলো কদমতলা” সিজন টু এর তৃতীয় দিনের টানটান উত্তেজনাপূর্ণ খেলায় ৯-০  গোলে সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে জয়লাভ করে বাঘন গ্রাম পঞ্চায়েত। ইন্ডিয়ান সুপার লিগ ও ভারতবর্ষের বিভিন্ন লীগে খেলা প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গঠিত বাঘন দল খেলার শুরু থেকেই সাতসঙ্গম দলকে চেপে ধরে।অপরদিকে আক্রমন ভাগের খেলোয়ারদের পরপর আক্রমণে খেলার শুরু থেকেই প্রথমার্ধের মধ্যেই ৪-০ গোলে এগিয়ে যায় বাঘন। অপরদিকে স্থানীয় ও তারুণ্যে ভরা খেলোয়াড় নিয়ে মাঠে নামা সাতসঙ্গম দল প্রথমার্ধে একবারের জন্য গোল করার সুযোগ পায়নি। ফলে অভিজ্ঞ বনাম স্থানীয় তরুণ খেলোয়াড়দের খেলায় ম্যাচের জৌলুস হারিয়ে যায় একসময়।
ফলে ৪-০ ব্যবধানে প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়। তারপর দ্বিতীয়ার্ধের শুরু থেকে একইভাবে বহিঃরাজ্যের খেলোয়াড়দের দাপটে একের পর এক গোল হজম করতে হয় সাতসঙ্গন দলকে। দ্বিতীয়ার্ধে আরো পাঁচটি গোল দিয়ে একেবারে চালকের আসনে তথা টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যবধানে জয়ী হয় বাঘন দল। অবশেষে ৯-০ গোলে নির্ধারিত সময়ের খেলা সমাপ্ত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *