টিএসএন ডেস্ক,১৭ মে।।
প্রত্যাশিতভাবে অমীমাংসিত ভাবে শেষ হলো জে সি সি এবং শতদল সংঘের ম্যাচ। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট পেলো জে সি সি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগ ক্রিকেট আসরে। দ্বিতীয় দিনের শেষে রোমাঞ্চকর অবস্থায় ছিল ম্যাচটি। কিন্তু শুক্রবার সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টির ফলে শনিবার নির্ধারিত সময়ের অনেক পরে খেলা শুরু হয়। ফলে সুযোগ কমে যায় দু-দলের কাছে সরাসরি জয় পাওয়ার। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে জে সি সি-র ১৮৮ রানের জবাবে শতদল সংঘ প্রথম ইনিংসে ১৭৭ রান করেছিল। ১১ রানে এগিয়ে থেকে জে সি সি ম্যাচের শেষ বল পর্যন্ত ছয় উইকেট হারিয়ে ২৩৫ রান করে। দ্বিতীয় দিনের চার উইকেটে ১৬৯ রান নিয়ে খেলতে নেমে এদিন আরও ৬৬ রান যোগ করে। দলের পক্ষে দুর্লভ রায় ৪৭ বল খেলে চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি সাহায্যে ৩৩ রানে এবং বিক্রম দেবনাথ ৪৫ বল খেলে দুটি বাউন্ডারি সাহায্যে ১৮ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে তন্ময় দাস ১৬১ বল খেলে ছয়টি বাউন্ডারির সাহায্যে ৬৪, আনন্দ ভৌমিক ৯১ বল খেলে পাঁচটি বাউন্ডারি সাহায্যে ৫০, জয়দীপ বণিক ৫২ বল খেলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ এবং সন্দীপ সরকার ১৭ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। শত দল সংঘের পক্ষে চিরঞ্জিত পাল ৪৫ রানে তিনটি এবং ভিকি সাহা ৫৩ রানে দুটি উইকেট দখল করেন। প্রথম ইনিংসে এগিয়ে থাকা সুবাদে ম্যাচ থেকে ৩ পয়েন্ট পেলো জে সি সি।
#tripura #cricket #agt #tsn