Indian Cricket: ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে হেডেন কন্যার প্রেমের প্রস্তাব।

IMG 20250903 WA0000

টিএসএন ডেস্ক,৩ সেপ্টেম্বর।।

ভরতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের প্রেমে হাবুডুবু খাচ্ছেন গ্রেস হেডেন। তিনি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেনের কন্যা।ক্রিকেট দুনিয়ায় পন্থের আগ্রাসী ব্যাটিং স্টাইল, মাঠের প্রাণবন্ত স্বভাব আর দুষ্টুমিভরা হাসি অনেককেই আকর্ষণ করেছে। এবার তাঁর প্রেমে আবিষ্ট গ্রেস। একথা ম্যাথু হেডেনের কন্যা অকপটে স্বীকার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেস হেডেন লিখেছেন, ” তিনি ভালবাসেন ঋষভ পন্থকে।” ধারাভাষ্য দেওয়ার সময় প্রায়শই ঋষভের উচ্ছ্বসিত প্রশংসা করেন গ্রেস হেডেন। ম্যাথু হেডেনের কন্যার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।কেউ কেউ মজা করে লিখেছেন, “পন্থ শুধু প্রতিপক্ষ বোলারদেরই নয়, এবার বিদেশি ক্রিকেটারদের পরিবারের মনও জিতে নিচ্ছে।”ঘুরিয়ে বললে বিদেশি ধারাভাষ্যকারের হৃদয়ও।


One thought on “Indian Cricket: ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থকে হেডেন কন্যার প্রেমের প্রস্তাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *