টিএসএন ডেস্ক, ১মে।।
আইপিএল শেষ হওয়ার সপ্তাহ খানেক পরেই ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় টেস্ট দল ও ভারতীয় ‘এ’ দল। বিসিসিআই দুইটি দলের জন্যই ৩৫ জনের নামের তালিকা রয়েছে। এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা। সম্ভবত টেস্ট সিরিজে রোহিত শর্মার উপরেই বর্তাবে অধিনায়কের দায়িত্ব। এই তালিকায় নেই শ্রেয়স আইয়ার। স্কোয়ার্ডে স্থান দেওয়া হয়েছে রজত পতিদার ও করুণ নায়ারকে। ঘোষিত ৩৫ জন ক্রিকেটারকে নিয়েই দুইটি দল গঠন করবে বিসিসিআই।
ইংল্যান্ড সফরে ভারত পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে। এই সিরিজ যথেষ্ট কঠিন। অস্ট্রেলিয়া সফরের মতোই এই সফরেও টাফ সিরিজ হবে। বিসিসিআইয়ের খবর অনুযায়ী, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই আনুষ্ঠানিক ভাবে দুইটি দলই ঘোষণা করা হবে। টেস্ট ম্যাচে ভারত চিন্তায় রয়েছে ৫ ও ৬ নম্বর ব্যাটসম্যানকে। ব্যাটিং অর্ডার শক্তিশালী করতে এই দুইটি স্থানের জন্য নির্বাচকদের নজরে রয়েছেন রজত পতিদার ও করুণ নায়ার। তারা দুইজনকেই প্রথমে খেলানো হতে পারে ভারতীয় ‘এ’ দলে।
India News : রোহিত শর্মার নেতৃত্বেই ইংল্যান্ড সফরে যাবে ভারত। খেলবে পাঁচ টেস্ট।
