India -West Indies 2nd Test: দ্বিতীয় টেস্টে ভারতের কাছে হোয়াইটওয়াশ ক্যারাবিয়ানরা।

IMG 20251015 WA0000

টিএসএন ডেস্ক,১৪ অক্টোবর।ম
          দিল্লিতে অনুষ্ঠিতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত।মঙ্গলবার  সকাল সকালই খেলা শেষ করে দেয় টিম ইন্ডিয়া । চতুর্থ ইনিংসে সহজ টার্গেট তাড়া করতে নামা ভারতীয় দলের হয়ে অপরাজিত ৫৮ রান করেন ওপেনার কেএল রাহুল। এদিন সাই সুদর্শন ৩৯ রান করে আউট হয়ে যান। শুভমন গিল ১৫ বলে ১৩ রান করে ফিরে যান সাজঘরে।সুদর্শন এবং গিল, উভয়কেই উইকেট দখল করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ।
        দ্বিতীয় টেস্টে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্পিনার কুলদীপ যাদব। তিনি এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৮২ রানে ৫ উইকেট তোলেন।  ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে কুলদীপ ১০৩ রানে ৩ উইকেট দখল করেন।। এদিকে এই সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রবীন্দ্র জাদেজা। আগের টেস্টে জাদেজার সেঞ্চুরি ছিল একটি। এদিকে দুই টেস্ট মিলিয়ে বল হাতে ৮ উইকেট নেন জাদেজা।
     এদিকে এই সিরিজে ভারত বেশ কিছু নজির গড়েছে।ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে টানা ম্যাচ হারার নিরিখে দ্বিতীয় স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।অবশ্য দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কাও। এবং তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। এদিকে কোনও একটি দলের বিরুদ্ধে টানা ম্যাচে অপরাজিত থাকার নিরিখে চতুর্থ স্থানে আছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০২ সাল থেকে এই এখনও পর্যন্ত ২৭টি ম্যাচে ভারত টানা অপরাজিত।


One thought on “India -West Indies 2nd Test: দ্বিতীয় টেস্টে ভারতের কাছে হোয়াইটওয়াশ ক্যারাবিয়ানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *