টিএসএন ডেস্ক,১৫ জুলাই।।
লর্ডস টেস্টে ভারতের বিশ্রী হার। হাতে ছয় উইকেট থাকা সত্ত্বেও ১৩৫ রান করতে ব্যর্থ ভারত। শেষ পর্যন্ত জয় থেকে ২২ রান দূরে থাকতেই ভেঙ্গে পড়ে ভারতের লাইনআপ। দ্বিতীয় ইনিংসে ১৭০ রানেই খতম হয় ভারত। ফলে লর্ডস টেস্টে জয়ের সুবাদে ইংল্যান্ড এগিয়ে যায়। তিন টেস্টের মধ্যে ইংল্যান্ড জয়ী হয়েছে দুইটিতে।এবং ভারত জিতেছে একটিতে।ফলাফল এখন ২-১।
পঞ্চম দিনে জয়ের ১৩৫ রানের টার্গেটকে সামনে রেখে মাঠে নামেন ভারতের দুই ব্যাটসম্যান লোকেশ রাহুল ও লাইট ওয়াচ ম্যান আকাশদ্বীপ সিং। কিন্তু ইংল্যান্ড বোলারদের দাপটে ভারতের মিডেল অর্ডার ব্যাটসম্যানরা ধারাবাহিক ভাবে সাজ ঘরে ফিরে যান। তবে শেষ দিনে লর্ডসের পিচে ব্যাট করাও ছিলো কষ্ট সাধ্য। ফলে যা হওয়ার, তাই হয়েছে।ভারতের ব্যাটসম্যানরা অসহায়ের মতো আত্মসমর্পন করে ব্রিটিশ বোলারদের কাছে।ম্যাচের চতুর্থ দিনের শেষ বেলায় প্রথম সারির তিন ব্যাটসম্যান আউট হওয়ার পর থেকেই চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।
India vs England Test Series: লর্ডসের টেস্টে টিম ইন্ডিয়ার বিশ্রী হার। সিরিজে লিড নিলো ব্রিটিশরা।
