Hockey: এশিয়া কাপ হকিতে ফাইনালের দৌঁড়ে এগিয়ে ভারত।

IMG 20250906 201219

টিএসএন,৬ সেপ্টেম্বর।।
   এশিয়া কাপ হকিতে ভারতের দুর্দান্ত পারফরম্যান্স। প্রতিযোগিতায় ভারতকে চ্যালেঞ্জ ছোড়ে দেওয়া মালয়েশিয়াকে ৪-১ গোলে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে বিশ্ব হকির র‍্যাংকিংয়ে ভারতের স্থান সপ্তম। আর মালয়েশিয়া আছে দ্বাদশ স্থানে। ম্যাচের শুরুতে মালয়েশিয়া গোল করে এগিয়ে যায়। কিন্তু তারপরেই বিহারের রাজগীরের মাঠে জ্বলে ওঠে ভারতীয় খেলোয়াড়রা। একে একে চারটি গোল করে মালয়েশিয়ার জালে। এই ম্যাচে গোল পান নি ফর্মে থাকা ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত সিংহ। তারপরও ম্যাচে কোনো প্রভাব পড়ে নি।মালয়েশিয়ার বিরুদ্ধে ক্রেগ ফুলটনের ছেলেরা বুঝিয়ে দিয়েছেন , কোনও এক জন খেলোয়াড়ের উপর তাঁরা নির্ভরশীল নয় ।এই জয়ের ফলে এশিয়া কাপের ফাইনালের দৌড়ে অনেকটা এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *