টিএসএন ডেস্ক, ১৭আগস্ট।।
ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন গোকুলনগরে স্বাধীনতা দিবসের কর্মসূচী উপলক্ষে শনিবার স্থানীয় খেলোয়াড়ের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করলো আসাম রাইফেলসের ২৮ নম্বর বাহিনী। খেলায় ১৮৬ রানে আসাম রাইফেলসকে হারিয়ে জয় হাসিল করলো স্থানীয় গোকুলনগর গ্রাউণ্ড স্টার। খেলাকে ঘিরে উভয় দলের মধ্যেই ছিল ব্যাপক উৎসাহ।শুধু দেশ রক্ষা নয়, এর পাশাপাশি অনেক সামাজিক কাজেও এগিয়ে আসে আসাম রাইফেলস। এবারে স্থানীয় গোকুলনগর এলাকায় গোকুলনগর গ্রাউণ্ড স্টার দলের খেলোয়াড়দের সাথে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করলো রাধানগর স্থিত আসাম রাইফেলসের জাওয়ানরা। স্বাধীনতা দিবসের কর্মসূচীর অঙ্গ হিসেবে গোকুলনগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই ক্রিকেট টুর্নামেন্ট। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয় আসাম রাইফেলস। প্রথমে ব্যাটিং- এর সুযোগ পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে গকুলনগরের খেলোয়াড়রা। জবাবে ব্যাট করতে নেমে আসাম রাইফেলস জোয়ানরা ১১০ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ৭৬ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় গোকুলনগর। দেশের স্বাধীনতা অর্জনে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়ে দেশকে সুন্দরভাবে গড়তে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে বার্তা দেন গোকুলনগর দলের অধিনায়ক পান্না দেব। আসাম রাইফেলস দলের তরফে বাহিনীর মেজর মঈন উদ্দীন জানান, স্থানীয় খেলোয়াড়দের সাথে ক্রিকেট, ফুটবল, ভলিবলের মতো ম্যাচ প্রতিনিয়ত করে থাকেন তাঁরা। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে স্থানীয় খেলোয়াড়দের সহায়তায় আয়োজন হয়েছে এই ক্রিকেট ম্যাচের। খেলায় উপস্থিত হন বাহিনীর কমানডেন্ট ধর্মেন্দ্র সিং চৌহান সহ বাহিনীর অন্যান্য আধিকারিক ও জওয়ানেরা। খেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক আয়োজনে ছিল আসাম রাইফেলস জাওয়ানরা। খেলাকে ঘিরে বেশ উন্মাদনা লক্ষ্য করা যায় উভয় দলের খেলোয়াড়দের মধ্যে।
Friendly Cricket Match: কুমারঘাটে প্রীতি ম্যাচে আসাম রাইফেলসের পরাজয়।

