Football News: শুক্রবার বালিকা ফুটবলে মনিপুরের মুখোমুখি ত্রিপুরা।

IMG 20250320 192434

স্পোর্টস ডেস্ক, ২০ মার্চ।।
গুরুত্বপূর্ণ ম্যাচ আজ। তাতে ত্রিপুরা মুখোমুখি হবে মনিপুরের। অসমের লকরাতে অনুষ্ঠিত আসাম রাইফেলস সেন্টিনাল বালিকাদের ফুটবলে। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। ওই রাজ্যের আসাম রাইফেলস মাঠে হবে ম্যাচটি। ওই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেতে পারলেই পরবর্তী রাউন্ডে চলে যাবে ত্রিপুরা। আর পরাজিত হলে আসর থেকে ছিটকে যাবে। আপাতত দুই ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট চার। সংখ্যক ম্যাচ খেলে মণিপুরের পয়েন্ট ৩। বৃহস্পতিবার মেঘালয়ের বিরুদ্ধে পর্যাপ্ত সুযোগ নষ্ট করে পয়েন্ট ভাগ করেছিল ত্রিপুরা। এখানে কিছুটা চাপে রাজ্য দল। ওই ম্যাচ থেকে পুরো পয়েন্ট যদি পেতো পারতো তাহলে পরবর্তী রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে যেতো। তারপরও ত্রিপুরার কোচ পূর্ণিমা দাস সাফল্য আজ পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। বৃহস্পতিবার দুপুরে হালকা অনুশীলন করে নেন ত্রিপুরার ফুটবলাররা। অনুশীলনে শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ম্যাচের বিভিন্ন কাঙ্খিত পরিস্থিতি নিয়ে অনুশীলন করানো হয় দিপালী হালামদের। এদিকে নাগাল্যান্ডের ডিমাপুরে অনুষ্ঠিত আসাম রাইফেলস সেন্টিনাল বালকদের ফুটবলে হতাশা জনক পারফরম্যান্স করলো ত্রিপুরা। প্রথম ম্যাচে মিজোরামের বিরুদ্ধে জয় পাওয়ার পর পরের দুটি ম্যাচে হেরে আসর থেকে ছিটকে গেলো রাজ্য দল। দ্বিতীয় ম্যাচে আর্মির বিরুদ্ধে ন্যূনতম গোলে পরাজিত হয়েছিল ত্রিপুরা। শেষ ম্যাচে ডি জি আর এর বিরুদ্ধে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রাজ্য দল। শনিবার রাজ্যে ফিরছে বালক বিভাগে ত্রিপুরা দলের ফুটবলাররা।‌

#tripura #girl #football #manipur #tsn

One thought on “Football News: শুক্রবার বালিকা ফুটবলে মনিপুরের মুখোমুখি ত্রিপুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *