টিএসএন ডেস্ক, ২০ নভেম্বর।
বিশ্ব ফুটবলের মঞ্চে আবার একবার ইতিহাস গড়লেন দুই মহাতারকা, আর্লিং হালান্ড ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একদিকে নরওয়ের হয়ে হালান্ডের দুরন্ত জোড়া গোলে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নিল স্ক্যান্ডিনেভিয়ান দেশটি, অন্যদিকে রোনাল্ডো ছয় নম্বর বিশ্বকাপে খেলার নজির গড়তে চলেছেন, পর্তুগালের সহজ জয়ে নিশ্চিত হল তাঁদের টিকিট।
ইতালির সান সিরোতে ইতিহাস রচনা করল নরওয়ে। ইতালির বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিল তারা। ম্যাচের শুরুতে ইতালি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে নরওয়ের দুরন্ত প্রত্যাবর্তন। নুসার সমতা ফেরানো গোলের পর হালান্ডের ৭৮ ও ৮০ মিনিটে পরপর দুটি গোল এবং অতিরিক্ত সময়ে স্ট্র্যান্ড লারসেনের গোলে ম্যাচের মোড় ঘুরে যায়।
ফলে নরওয়ে ইউরোপিয়ান কোয়ালিফায়ারে ৮ ম্যাচে ৮ জয়, ৩৭ গোল করে দুর্দান্ত পারফরম্যান্সে গ্রুপ শীর্ষে থেকে বিশ্বকাপে জায়গা করে নেয়। হালান্ড নিজে ১৬টি গোল করে রবার্ট লেওয়ানডোস্কির ইউরো কোহলিফায়রার রেকড ছুয়ে ফেলেন, তাও আবার দুই ম্যাচ হাতে রেখেই।
এই জয় শুধু একটি ম্যাচ নয়, নরওয়ের ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলবে তারা।
অন্যদিকে, পর্তুগালও বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আর্মেনিয়াকে ২-০ গোলে হারিয়ে। এই জয়ের ফলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ষষ্ঠবারের জন্য বিশ্বকাপে খেলতে চলেছেন, যা বিশ্ব ফুটবলে এক অনন্য নজির। যদিও এই ম্যাচে রোনাল্ডো খেলেননি, তবুও তাঁর দল সহজেই জয় তুলে নেয়।
FIFA World Cup Football:হালান্ডের জোড়া গোলে স্বপ্ন পূরণ নরওয়ের। ষষ্ঠবার বিশ্বকাপ খেলবে সিআর সেভেন।


Hey guys, I’ve been checking out laro789logapp lately and so far, so good. The layout is pretty clean and easy to navigate. It’s definitely worth a look if you’re searching for a new platform. Check them out here: laro789logapp