টিএসএন ডেস্ক,১৬ জুন।।
ব্লাড মাউথ ক্লাবকে অল্প রানে আটকে দিয়েও স্বস্তিতে নেই ইউনাইটেড ফ্রেন্ডস। দিনের শেষ বেলায় দুই উইকেট হারিয়ে চাপে নিরুপম সেন চৌধুরীর দল। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগ ক্রিকেট আসরে। পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ব্লাড মাউথের গড়া ১৮৫ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৩৫ রান করে ইউনাইটেড ফ্রেন্ডস। ইউনাইটেড ফ্রেন্ডস এখনও ১৫০ রানের পিছিয়ে রয়েছে। সোমবার ব্লাড মাউথ ক্লাবের লক্ষ্য থাকবে দ্রুত ইউনাইটেড ফ্রেন্ডসের শেষ আট উইকেট তুলে নেওয়া। রবিবার দ্বিতীয় দিনে ব্লাড মাউথের ইনিংস শেষ হয় ১৮৫ রানে। দলের পক্ষে সন্দীপ সরকার ৯৫ বল খেলে সাতটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৩, বিক্রম কুমার দাস বাষট্টি বল খেলে পাঁচটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৫০ এবং রিমন সাহা ৩৫ বল খেলে চারটি বাউন্ডারি সাহায্যে ২৫ রান করেন। দলের মিডল অর্ডার ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় বড় স্কোর গড়তে ব্যর্থ হয় ব্লাড মাউথ ক্লাব। ইউনাইটেড ফ্রেন্ডসের পক্ষে জয়দীপ ভট্টাচার্যের ৪০ রানে ছয়টি এবং অর্জুন দেবনাথ ৩৮ রানে তিনটি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডস দ্বিতীয় দিনের শেষে ১৫.৩ ওভার ব্যাট করে দুই উইকেট হারিয়ে মাত্র ৩৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সম্রাট সূত্রধর ৪৫ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন।