টিএসএন ডেস্ক,৬ জুন।।
মিশ্র ফলাফল করলো ত্রিপুরার দাবাড়ু-রা। জাতীয় অনূর্ধ্ব ৭ দাবা প্রতিযোগিতায়। উড়িষ্যার খোরদারে বৃহস্পতিবার শেষ হয় ৯ রাউন্ডে আসর। তাতে ৬ পয়েন্টে ৩৮ তম স্থান দখল করে দেবরাজ ভট্টাচার্য। শেষ রাউন্ডে জয় পায় দেবরাজ। ত্রিপুরার দাবাড়ুদের মধ্যে শীর্ষস্থান দখল করে দেবরাজই। বালক বিভাগে নয় রাউন্ডে চার পয়েন্ট পেয়ে শ্রীবান্সস প্রতাপ পাল ১৪৮তম এবং ৩ পয়েন্ট পেয়ে অয়নজিৎ নাগ ১৭৯ তম স্থান দখল করে। বালক বিভাগে ২১৭ জন দাবাড়ু অংশ নিয়েছিল। আসরে সাড়ে আট পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে গোয়ার ইভান অ্যান্টোনিয়া টেলেস। বালিকা বিভাগে নয় রাউন্ডে পুরো ৯ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজস্থানের শ্রেয়ান্সী জৈন। বালিকা বিভাগে ত্রিপুরার তৃষিকা কামারাপু সাড়ে চার পয়েন্টে ৬৫তম এবং সমৃদ্ধি রায় ৩ পয়েন্ট পেয়ে ১০৪ তম স্থান দখল করে। বালিকা বিভাগে আসরে অংশ নিয়েছিলো ১২৮ জন দাবাড়ু। এদিন বিকেলে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের আসরে তেমন ভালো ফলাফল করতে না পারলেও ত্রিপুরার দাবাড়ুদের অভিজ্ঞতা অনেক বেড়েছে তা বলা বাহুল্য।
#Tripura #Chess #Agt #tsn
।