টিএসএন ডেস্ক, আগরতলা।।
প্রত্যাশিতভাবে ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করলো ব্লাড মাউথ ক্লাব। খেতাবী দখলের লড়াইয়ে ব্লাল মাউথ ক্লাব খেলবে ফরোয়ার্ড ক্লাবের বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থার আয়োজিত রাখাল শীল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতায়। ২১ জুলাই উমাকান্ত মিনি স্টেডিয়ামে সন্ধ্যে ছয়টায় শুরু হবে খেতাব নির্ণায়ক ম্যাচটি। শনিবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে ব্লাড মাউথ ক্লাব বিধ্বস্ত করে কল্যাণ সমিতিকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে এদিন পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে কমলা-কালো দলের ফুটবলাররা। শুরু থেকেই মাঝ মাঠ নিজেদের দখলে নিয়ে নেন কর্ণেন্দু দেববর্মা ছেলেরা। এখানেই এগিয়ে যায় ব্লাড মাউথ ক্লাব। ম্যাচ শুরুর ৮ মিনিটের মাথায় মিলন সিংয়ের গোলে এগিয়ে যায় ব্লাড মাউথ ক্লাব। সমতা ফেরাতে পাল্টা আক্রমণ করলেও আক্রমণ ভাগের ব্যর্থতায় জাল নাড়াতে পারেনি প্রথমার্ধে কল্যাণ সমিতি। এরই মধ্যে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে পিটার সিং ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণ শুরু করে কল্যাণ সমিতির ফুটবলাররা। কিন্তু কমলা কালো দলের রক্ষণভাগে চিড় ধরাতে ব্যর্থ হয় শুরু থেকেই। ৭৯ মিনিটে ইস্ট বেঙ্গল ক্লাবের জুনিয়র দলের ফুটবলার ফাং হ্যাং সুব্বা ব্যবধান কমিয়ে কল্যাণ সমিতিকে কিছুটা আশার আলো দেখান। কিন্তু ৮২ মিনিটে ঢাকেশ্বর সিং ব্লাড মউথের পক্ষে তৃতীয় গোলটি করে কমলা কালো দলকে ফাইনালে তোলা নিশ্চিত করে দেন। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় পেয়ে ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করে নেয় ব্লাড মাউথ ক্লাব। ম্যাচটি পরিচালনা করেন ধনেশ শাহ।
Tripura Football: কল্যাণ সমিতিকে প্রত্যাশিত ভাবে হারিয়ে ফাইনালে ব্লাডমাউথ।
