স্পোর্টস ডেস্ক,২৯ জুলাই।।
চড়া মেজাজে খেলা। শেষ ৫৫ মিনিট দু দলকে খেলতে হয়েছে ১০ জন করে। এ ছাড়া ম্যাচ কে নিয়ন্ত্রণে রাখতে দু’দলের আরো চারজন ফুটবলার কে দেখানো হয়েছে হলুদ কার্ড। চড়া মেজাজের ম্যাচে পিছিয়ে থেকেও জয় ছিনিয়ে নিল এগিয়ে চলো সংঘ। পাশাপাশি ঘুরে দাঁড়ালো লীগে। প্রথম ম্যাচে পয়েন্ট ভাগ করার পর এই দিনের জয় সুজিত হালদারের ছেলেদের মনোবল কয়েকগুণ বাড়িয়ে দিল বলা চলে। মঙ্গলবার সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে চলো সংঘ কে জয় এনে দিতে মুখ্য ভূমিকা নেন পরিবর্ত ফুটবলার উত্তম রাই। উত্তমের জোড়া গোলে এগিয়ে চলো সংঘ দুই এক গোলে পরাজিত করে ব্লাড মাউথ ক্লাবকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যামসুন্দর কোন জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে। এদিনের ম্যাচকে যদি দুভাগে ভাগ করা যায় তাহলে প্রথমার্ধ দল দখলের লড়াইয়ে এগিয়েছিল ব্লাড মাউথ ক্লাব। দ্বিতীয়ার্থে বাজিমাত করে এগিয়ে চলো সংঘ। দু দলই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই চড়া মেজাজে খেলা শুরু করে। ম্যাচ শুরু ১৬ মিনিটের মাথায় আবদালের গোলে এগিয়ে যায় ব্লাড মাউথ ক্লাব। শুরুতেই গোল পেয়ে যাওয়ার দ্বিগুণ উৎসাহে কমলা কালো দলের ফুটবলাররা আক্রমণের গতি বাড়ান। কিন্তু বিপক্ষের জাল নাড়াতে পারেনি আর। দ্বিতীয়ার্ধে সপ্তম সরমার পরিবর্তে মাঠে নেমেই বাজিমাত করেন উত্তম রাই। ম্যাচের ৬৭ এবং ৮০ মিনিটে দুটি গোল করে এগিয়ে চলো সংঘকে মোক্ষম ৩ পয়েন্ট এনে দেন উত্তম। সঙ্গত কারণেই উত্তমকে ম্যাচের সেরা ফুটবলার বাছাই করা হয়। খেলা পরিচালনা করেন রক্তিম সাহা ।
Tripura Sports: এগিয়ে চলোর কাছে ব্লাডমাউথের পরাজয়।
