টিএসএন ডেস্ক,৪ আগস্ট।।
ঘুরে দাঁড়ানোর রসদ পেল লালবাহাদুর ব্যায়ামাগার। সদ্য রাখাল শিল্ড রানার্স ব্লাড মাউথ ক্লাবকে পরাজিত করলো লাল বাহাদুর ব্যায়ামাগার। টানা দুই ম্যাচে পরাজয়ের পর এদিনের দুরন্ত জয় মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে গেল সমরজিৎ দেববর্মার ছেলেরা। অপরদিকে টানা দুই ম্যাচে পরাজিত হয়ে মানসিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়লো ব্ল্যাড মাউথ ক্লাবের ফুটবলাররা। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত ‘শ্যামসুন্দর কোং জুয়েলার্স’ চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র উত্তেজনা পূর্ণ ম্যাচে রবিবার লাল বাহাদুর ব্যায়ামাগার ন্যূনতম গোলে পরাজিত করে ব্লাডমাউথ ক্লাবকে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটে অনুষ্ঠিত ম্যাচে এদিন শুরু থেকেই দু দলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। হারলেও ব্লাড মাউথ ক্লাবের ফুটবলাররা বেশ কয়েকটি পজেটিভ সুযোগ পেয়েছিল গোল করার মতো। কিন্তু আক্রমণ ভাগের ফুটবলারদের ব্যর্থতায় বিপক্ষের জাল নাড়াতে পারেনি। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর ম্যাচের ৭১ মিনিটে লাল হলুদ দলের হয়ে দুরন্ত গোল করেন রিচার্ড ভানলাল থুয়ামা। এরপর সমতা ফেরানোর জন্য কমলা কালো দলের ফুটবলাররা পাল্টা আক্রমণ করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত রিচার্ডের দেওয়া ন্যূনতম গোলের আসরের প্রথম জয়ের স্বাদ পেলো লাল বাহাদুর ব্যায়ামাগার। খেলা পরিচালনা করেন রক্তিম সাহা। খেলা শেষ রিফারির সঙ্গে মনোমালিন্য হয় ব্লাড ক্লাবের ফুটবলার আসিফ আলী মোল্লার। শেষ পর্যন্ত দ্বিতীয় হলুদ কার্ড দেখার সুবাদে ম্যাচে লাল কার্ড দেখেন আসিফ। ফলে পরের ম্যাচে আসিফের সার্ভিস পাবেনা ব্লাড মাউথ ক্লাব।
Tripura Football: লালের কাছে আটকে গেলো ব্লাড।
