টিএসএন ডেস্ক,২৬ জুলাই।।
শিল্ড হাতছাড়া হওয়ার পর এবার লিগ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে ব্লাড মাউথ ক্লাব। প্রতিপক্ষ প্রতিবেশী রামকৃষ্ণ ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ সন্ধ্যে ছয়টায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। লীগে দুদলেরই এটি প্রথম ম্যাচ। শিল্ডের ফাইনালে শক্তিশালী ফরোয়ার্ড ক্লাবের বিরুদ্ধে লড়াই করে হেরেছিলো ব্লাড মাউথ ক্লাব। অপরদিকে কল্যাণ সমিতির বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে হারতে হয়েছিল কৌশিক রায়ের রামকৃষ্ণ ক্লাবকে। ইতিমধ্যে রামকৃষ্ণ ক্লাব কিছুটা শক্তি বাড়িয়েছে। দু দলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। দু দলের কোচই নিজের অস্ত্রদের শেষবার শান দিয়ে নেন। দু শিবিরই চাইছে আজ জয় দিয়ে লীগ অভিযান শুরু করতে। কাগজে-কলমে কমলা কালো দল ব্লাড মাউথ ক্লাব আজ ফেভারেট হিসেবেই মাঠে নামবে। তবে ব্লাড মাউথকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত রামকৃষ্ণ ক্লাবের ফুটবলারবা। দুই শিবিরই যথেষ্ট আত্মবিশ্বাসী আজ ভালো খেলা নিয়ে। ব্লাড মাউথ কোচ কর্ণেন্দু দেববর্মা বলেন, লীগে ভালো খেলতে আমরা প্রস্তুত। শিল্ডের ফাইনালে যে ভুল ত্রুটিগুলি হয়েছিল তা শুধরে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করি ওই ব্যর্থতা ভুলে হাত ছেলেরা স্বমহিমায় মাঠে দাপট দেখাবে। এবং দলকে কাঙ্খিত জয় এনে দেবে। ভালো খেলা নিয়ে আশাবাদী রামকৃষ্ণ ক্লাবের কোচও। স্পষ্ট ভাবে বলেন, আমার ছেলেরা তৈরি সব কিছুর জবাব দিতে। আশা করি হতাশ করবে না। ক্লাবের সভ্যসমর্থকদের মুখে হাসি ফোটাবেই।
Tripura Football: লীগ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে ব্লাড মাউথ। প্রতিপক্ষ রামকৃষ্ণ।
