টিএসএন ডেস্ক,১৫ ডিসেম্বর।
উদ্বোধনী ম্যাচে অঘটন। পরাজিত হলো মিজোরাম। নাগাল্যান্ডের বিরুদ্ধে। ৭৯ তম সন্তোষ ট্রফি ফুটবলের ‘ ডি ‘ গ্রুপে। উমাকান্ত মিনি স্টেডিয়াম সোমবার দুপুরে আসরের উদ্বোধনী ম্যাচে নাগাল্যান্ড নূন্যতম গোলে পরাজিত করে মিজোরাম কে। ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে দু দলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলতে থাকে। এক অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা শুরু থেকেই লক্ষ্য করা গেছে। ম্যাচের শুরুতেই একটি কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল পেয়ে যায় নাগাল্যান্ড। দলের পক্ষে গোলটি করেন থিত লোহে। গোল পেতেই রক্ষণভাগে শক্তি বাড়িয়ে খেলতে থাকে নাগাল্যান্ড। চেষ্টা থাকে নিজের ঘর সামলে কাউন্টার অ্যাটাকে যাওয়া। মিজোরামের ফুটবলাররা বেশ কয়েকটি পজেটিভ আক্রমণ করলেও বিপক্ষের রক্ষণভাগে চির ধরতে পারেননি। শেষ পর্যন্ত নূন্যতম গোলে উদ্বোধনী ম্যাচে জয় পায় নাগাল্যান্ড। খেলা পরিচালনা করেন বিবেক ছেত্রী।
Santosh Trophy: আসরের উদ্বোধনী ম্যাচে বড় অঘটন। নাগাল্যান্ডের কাছে মিজোরামের পরাজয়।

