টিএসএন ডেস্ক,২৯ অক্টোবর।।
লক্ষ্য জয়ের হ্যাটট্রিক করা। সেই লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরা জয় করতে রাজ্যে এলেন অভিষেক পোড়েলের নেতৃত্বে শক্তিশালী বাংলা দল। ১-৪ নভেম্বর দুর্বল ত্রিপুরার মুখোমুখি হবে বাংলা। রঞ্জি ট্রফি ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে হবে ম্যাচটি। ত্রিপুরাকে চিড়ে খাওয়া নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী হলেও বাংলা শিবির সতর্ক। কারণ ঘরের মাঠে খেলবে ত্রিপুরা। গেলো বছর ঘরের মাঠে মুম্বাই এর বিরুদ্ধে ত্রিপুরা লিড নিয়েছিলো। তাই স্বাগতিক দলকে নিয়ে সতর্ক সফরত দলের ক্রিকেটারদের। জাতীয় দলের তারকা পেশার মোঃ সামিকে সামনে রেখেই যাবতীয় ছক কষা হচ্ছে বাংলা শিবিরে। আপাতত মরশুমে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে বাংলা গ্রুপে শীর্ষে রয়েছে। অপরদিকে প্রথম দুই ম্যাচে মুখে চুলকানি মেখেছেন কাগজে-কলমে ‘ বাঘ ‘ ত্রিপুরার ক্রিকেটাররা। ওই অবস্থায় মনোবল অনেকটা তলানিতে গিয়ে ঠেকেছে ত্রিপুরার ক্রিকেটারদের। ফলে শক্তিশালী বাংলার বিরুদ্ধে দল কতটা লড়াই করতে পারবে তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। মূলত দলের ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতাই ত্রিপুরার শিবিরে সবচেয়ে বেশি দুশ্চিন্তার কারণ। পারবে কি বাংলার বিরুদ্ধে করা চ্যালেঞ্জ ছুড়ে দিতে? প্রশ্ন রাজ্যের ক্রিকেটপ্রেমীদের। ব্যাটসম্যানরা যেভাবে ব্যর্থ হচ্ছেন তাতে সামিকে কিভাবে সামলাবেন তা নিয়েই রয়েছে দুশ্চিন্তা। ভারতীয় ‘এ’দলে জায়গা পাওয়ায ত্রিপুরায় আসতে পারেননি অভিমূণ্য ঈশ্বরণ এবং আকাশদ্বীপ। এছাড়া চোটের জন্য আসতে পারেননি সুদীপ চ্যাটার্জি। এদিন রাজ্যে এসেই নিজেদের হোটেলবন্দী করে রাখেন রাংলার তারকা ক্রিকেটাররা। জানা গেছে, আজ সকালে অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। দু’দলের ক্রিকেটারাই বৃহস্পতিবার থেকে শুরু করবেন অনুশীলন। বাংলার লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা অপরদিকে ত্রিপুরার লক্ষ্য পরাজয়ের হ্যাটট্রিক বাঁচানো। পারবেন কী মণিশঙ্কর-রা ঘরের মাঠে ঘুরে দাড়াতে? বাংলার বিজয়রথ থামাতে?
Ranji Trophy: জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে পোড়েলের নেতৃত্বে রাজ্যে বাংলার রঞ্জি দল।


I tried vn88link. The link worked and it directed me to the right page, the site seemed pretty smooth. Worth a try. Nothing too crazy to report. vn88link