টিএসএন ডেস্ক,২২ মে।।
ঘুরে দাঁড়ালো আসাম রাইফেলস পাবলিক স্কুল। দ্বিতীয় ম্যাচে অপ্রত্যাশিত পরাজয়ের পর বৃহস্পতিবার বাধারঘাট স্কুলকে হেলায় পরাজিত করলো রাজু লামার আসাম রাইফেলস পাবলিক স্কুল। আরিয়ান কুমার সিং এর চোখ ঝলসানো শতরানের দৌলতে। এ বছর বোন টেস্টে উত্তীর্ণ হতে না পেরে ত্রিপুরা দলে সুযোগ পায়নি ওই প্রতিভাবান ব্যাটসম্যানটি। আসাম রাইফেলস পাবলিক স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র আরিয়ান এদিন শুরু থেকেই ছিল মারমুখি। ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে অনুষ্ঠিত রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর আন্ত: স্কুল ক্রিকেটে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথম ব্যাট করতে নেমে আসাম রাইফেলস পাবলিক স্কুল নির্ধারিত কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে বিশাল ১৯৯ রান করে। দলকে বড় স্কোর করাতে মুখ্য ভূমিকা নেয় আরিয়ান কুমার সিং। ৫৮ বল খেলে ১৩ টি বাউন্ডারি এবং সাতটি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৮ রানের অপরাজিত থেকে যায় আসাম রাইফেলস পাবলিক স্কুলের ওই ওপেনারটি। এছাড়া দলের পক্ষে আনস ভাটনগর ৩৩ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ২৯, শ্রেষ্ঠ চক্রবর্তী কুড়ি বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। বাধারঘাট স্কুলের পক্ষে সৌরভ সরকার ১০ রানের দুটি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে বিশাল রানের নিচে চাপা পড়ে যায় বাধারঘাট স্কুল। দল মাত্র ৮১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অরবিন্দ পাল ১৭ বল খেলে একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫, আয়ুস গোপাল সাহা ষোল বল খেলে একটি বাউন্ডারি সাহায্যে ১২ এবং তন্ময় শাহানী ১৮ বল খেলে একটি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। আসাম রাইফেলস পাবলিক স্কুলের পক্ষে দেবপ্রিয় দে তিন রানে, দ্বিগবিজয় মজুমদার ১৫ রানে এবং আনস ভাটনগর ২২ রানে দুটি করে উইকেট দখল করে।
#tripura #football #c – division #tsn
Tripura Cricket: আরিয়নের শতরানে দ্বিতীয় জয় পেলো আসাম রাইফেলস।
